খতনার সময় শিশুর লিঙ্গ কেটে ফেললেন হাজাম

সিলেটের সময় ডেস্ক :

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় খতনার সময় এক শিশুর লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক হাজামের (খতনাকারী) বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর্নপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাজাম আকবর আলীকে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি একজন গ্রাম পুলিশও। 

আহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, উজানচর্নপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী ফকিরের ছেলে নির্জনকে (১১) সুন্নতে খতনা করানোর জন্য প্রস্তুত নেন হাজাম (খতনাকারী) আকবর আলী। এ সময় ক্ষুর দিয়ে শিশুটির লিঙ্গ কেটে ফেলেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখান বাসকোলার সার্জারি বিভাগ না থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৬ ঘণ্টা সার্জারির পর লিঙ্গ স্থাপন করা হয়। চারদিন পর অপারেশনের পরবর্তী অবস্থা জানা যাবে। 

এ বিষয়ে হাজাম আকবর আলী জানান, তাঁর কোনো প্রশিক্ষণ নেই।

তবে দাদা-বাবাদের উত্তরসুরি হিসাবে এই কাজ করে যাচ্ছেন। খতনা করানোর সময় শিশুদের কোনো রকম অচেতন করানো হয় না। কথার ছলে ক্ষুর দিয়ে খতনা করানো হয়। এই ঘটনাটি কেন ঘটলো তিনি তা বুঝতে পারেননি। 

তবে পরিবারের লোকজন জানান, শিশুটির চিকিৎসা করানোর পরই পরিস্থিতি বুঝে হাজাম আকবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।

এ বিভাগের অন্যান্য