রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদে রেলের সিডিউল বিপর্যয় ছিল না। সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রধানমন্ত্রীর সহযোগিতায় রেলপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজবাড়ীর পাংশা মাসজিদুল হাকিম সিদ্দিকিয়া কামিল মাদরাসা উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
জিল্লুল হাকিম বলেন, ‘ঈদে বাড়ি ফেরা যতটা স্বস্তিদায়ক হয়েছে, কর্মস্থলে ফেরা আরো বেশি স্বস্তিদায়ক হবে।
তিনি আরো বলেন, ‘ঈদে বাড়ি ফেরার সময় ট্রেনে জন্ম নেওয়া শিশুর জন্য আমরা উপহার পাঠিয়েছি। আমরা সব দিকে খেয়াল রাখছি।