ফের বাড়লো পেঁয়াজের দাম
সিলেটের সময় ডেস্ক :
আজ সিলেটের খুচরা বাজারে শতক হাঁকিয়েছে পেঁয়াজের কেজি। বিক্রেতারা বলছেন, রমজানের আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেট মহানগরের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দামবৃদ্ধির এ চিত্র দেখা গেছে। বাজারের বেশিরভাগ দোকানেই ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আর দেশী পেঁয়াজের কেজি ৮০ টাকা।
যারা অসাধু ব্যবসায়ী তারা হঠাৎ সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে সাধারণ ক্রেতাদের জিম্মি করে ফেলে। সামনে রমজান, এমন হলে রমজানে পেঁয়াজ কেনা কষ্টকর হয়ে যাবে।
ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ায় তা বাজারে প্রভাব ফেলেছে। সিলেটের বাজারে আজ ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়তে কিছুদিন সময় লাগবে।