সিলেটবাসীর প্রতি ড. মোমেনের কৃতজ্ঞতা প্রকাশ

সিলেটের সময় ডেস্ক :

 

পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন তাকে বিপুল ভোটে দ্বিতীয়বার বিজয়ী করার জন্য সিলেটবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় ড. মোমেন বলেন, নানা প্রতিকুল পরিবেশে গণতন্ত্র এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন সে জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
তিনি বলেন আমাকে বিশেষ কারণে ঢাকা যেতে হচ্ছে। ইনশাআল্লাহ আমি ফিরে শীঘ্র সিলেট ফিরে আসছি, এসেই আমি আপনাদের সাথে দেখা করবো কথা বলবো।

উল্লেখ্য,সিলেট-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা ফয়জুল হক মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৩ ভোট। এছাড়া এই আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসূফ আহমদ (আম) ৯৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি) ৯০৭ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের সোহেল আহমদ চৌধুরী (ডাব) ৪৫০ ভোট পেয়েছেন।

এ বিভাগের অন্যান্য