সুনামগঞ্জ-৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে নৌকা-ঈগলের
সিলেটের সময় ডেস্ক :
সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনে ৯ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক ও আওয়ামী স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী। নির্বাচনে এই দুই প্রার্থীর লড়াই হাড্ডাহাড্ডি হতে চলছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে এই আসনে নির্বাচনী আমেজ ততোই বাড়ছে। জমে উঠছে নৌকা-ঈগলের লড়াই।
‘আর নয় পুরাতন, এবার চাই পরিবর্তন’ স্লোগান নিয়ে ভোটের মাঠ সরগরম করে রেখেছেন স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী। নবাগত প্রার্থী শামীমের তৎপরতায় অনেকটাই চাপে আছেন চারবারের সংসদ সদস্য নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক। প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী প্রচারণায় সামনে আসছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রাস্তাঘাটের বেহাল অবস্থার বিষয়টি।
গভীর রাত পর্যন্ত সভা-সমাবেশ-প্রচারণা করে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী। নির্বাচিত হলের ভাঙাচোরা প্রতিটি রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন ঈগল প্রতীকের এই প্রার্থী।
এছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক শামীম নিজেকে সাধারণ জনগণ মনোনীত প্রার্থী দাবি করে বিরোধী ভোটারদেরও কাছে আনার চেষ্টাও চালাচ্ছেন।
অন্যদিকে, উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট চাইছেন বর্তমান এমপি ও নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীমকে ঠেকাতে ভোটের মাঠে মরিয়া হয়ে কাজ করছেন মুহিবুর রহমান মানিকের কর্মী এবং সমর্থকরা। অপরদিকে তৃণমূলে ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় এমপি মানিক আবারও নির্বাচিত হবেন বলে মনে করছেন তাঁর অনুসারীরা।
জয়ের ব্যাপার এমপি মুহিবুর রহমান মানিক বলেন, আমার সময়ে যে উন্নয়ন হয়েছে তা ইতোপূর্বে হয়নি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও সংসদে যাওয়া প্রয়োজন। তৃণমূলের নেতাকর্মী আমার সাথে রয়েছেন। জানুয়ারির ৭ তারিখ সাধারণ মানুষের জয় হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ছাতক-দোয়ারার মানুষ সন্ত্রাসের রাজত্ব চায় না, তারা চায় উন্নয়ন।
স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী বলেন, মানুষ আর পুরাতনকে চায় না, মানুষ চায় পরিবর্তন। পরিবর্তনের গণজোয়ারের ভাসছে ছাতক-দোয়ারা। তারা ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দিবেন। তিনি বলেন, মানুষ উন্নয়ন চায়, রাস্তাঘাট চায়। আমি বিজয়ী হলে মানুষকে সাথে নিয়ে উন্নয়ন করবো।