ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আ. লীগের দুই গ্রুপে মারামারি
রাজধানীর নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে অন্তত ১২ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়া আহতরা হলেন- জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জলসহ আরো কয়েকজন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সাহেদ আলী বলেন, ১৮ নম্বর ওয়ার্ড ইউনিট সভাপতি ইমাম হোসেন মঞ্জিলের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে আমাদের লোকজনের ওপর ধাক্কাধাক্কি শুরু করে পরে হামলা চালায়।
তিনি আরো বলেন, আমরা ১০ আসনের আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী নায়ক ফেরদৌস আহামেদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় ছিলাম। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে পেছনের দিকে বহিরাগতসহ আমাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১২ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়।