মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কাশেমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল মিয়াকে পুলিশ।
গ্রেফতারকৃত বিল্লাল মিয়া (৩২) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের জিতু মিয়ার ছেলে। বিল্লাল মিয়া দীর্ঘ দিন পলাতক ছিল।
মামলা সূত্রে জানা গেছে, মাধবপুর থানাধীন জি আর ২২৬/২০১৭ ( মাধবপুর) মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে এক বছর দুই মাস সশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত -০১ হবিগঞ্জ।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: রকিবুল ইসলাম খাঁন, জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল মিয়াকে জেল কারাগারে পাঠানো হয়েছে।