ঐশ্বরিয়ার মাথা থেকে হাত তুলে নিলেন অমিতাভও!
বিনোদন ডেস্ক ঃ
কয়েক মাস ধরে বচ্চন পরিবার ঘিরে নানা কানাঘুষা ছড়িয়ে পড়ছে বলিপাড়ায়। এবার শোনা গেল- ‘বৌরানি’ ঐশ্বরিয়াকে নাকি গণমাধ্যমে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চনও! তবে কি ঐশ্বরিয়ার জন্য বচ্চন পরিবারের দরজা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে?
অমিতাভের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ঐশ্বরিয়াকে আর ফলো করেন না তিনি। নেটিজেনদের একটা অংশের দাবি, ইনস্টাগ্রামে নাকি কোনো দিনই একে অপরকে ফলো করতেন না। তাই আনফলো করার প্রশ্নই ওঠে না।
অপর অংশের মত- ইনস্টাগ্রামে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কারসাজির কারণেই নাকি দেখা যাচ্ছে না বিগ বি আদৌ ঐশ্বরিয়াকে ফলো করেন কিনা।
মাসখানেক আগেই কানাঘুষা শোনা গিয়েছিল, শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে নাকি মনোমালিন্য চরমে উঠেছে ঐশ্বরিয়ার। এমনকি অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সেই ছবি গণমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। যদিও মেয়ের জন্মদিনে তাদের সঙ্গেই এক ফ্রেমে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
এদিকে চলতি বছরে পোশাকশিল্পী মণীশ মলহোত্রার দীপাবলির পার্টিতেও ঐশ্বরিয়ার সঙ্গে আসেননি অভিষেক। তার সপ্তাহখানেক পরে দীপাবলি উপলক্ষে বচ্চনদের বাড়ির পুজোয় ছিলেন না বাড়ির বৌমা!
বিগ বি’র সঙ্গে পুজোয় অংশ নিতে দেখা গিয়েছিল মেয়ে শ্বেতাকে। অন্যদিকে সেই দিনই পুজো শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। দীপাবলির পুজোয় অংশগ্রহণ করা তো দূরের কথা, উৎসবের দিনই ব্যাগপত্র গুছিয়ে মেয়েকে নিয়ে শহর ছেড়েছিলেন অভিনেত্রী।
গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বচ্চন পরিবারের বৌমা ঐশ্বরিয়া রাই বচ্চন। স্রেফ মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিন উদযাপন করেছিলেন তিনি। সেদিন তার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বা বচ্চন পরিবারের অন্য কোনো সদস্যকে।
গণমাধ্যমেও প্রায় শুকনো মুখেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন জুনিয়র বচ্চন। দিনকয়েক আগে এক অনুষ্ঠানে তার হাতে দেখা যায়নি বিয়ের আংটিও।