নির্বাচনে বাধাদানকারীদের ওপর ভিসানীতি প্রয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
নির্বাচনে যারা বাঁধা প্রদান করবে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ভিসানীতি আরোপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার। আমরা তাদের প্রত্যাখ্যান করতে পারি না। আমরা করিও না।
সোমবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের অবদান যুক্তরাষ্ট্রও জানে। তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলমান রয়েছে। তবে এটি দীর্ঘ প্রক্রিয়া।
ড. মোমেন বলেন, উন্নত দেশ (যুক্তরাষ্ট্র), তাদের তো আমরা কখনো অগ্রাহ্য করতে পারি না।
দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলকে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু হলে কোনো দল না এলেও বিশ্বে তার গ্রহণযোগ্যতা পাবে। সরকার চায় সবাই আসুক।