‘অপহরণের পর চোখ উঠিয়ে ফেলার’ ঘটনায় সাবেক এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সিলেটের সময় ডেস্ক :

 

৯ বছর আগে কুমিল্লার এক ছাত্রদল নেতাকে অপহরণ করার পর তার চোখ উঠিয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ জাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আন্তর্জিাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে।

ভুক্তভোগী সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া সোমবার (১৬ জুন) চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন। এ সময় ইয়াসিন আরাফাত ও মো. নেয়ামত রহমান নামে তার দুই ভাই সঙ্গে ছিলেন। ঘটনার সময় কুমিল্লা মহানগরের ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন গোলাম কিবরিয়া।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকার দিঘী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম ও সালেখা বেগমের ছেলে গোলাম কিবরিয়া (২৭) বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পড়ছেন।

অভিযোগে ঘটনার বর্ণনা তুলে ধরে বলা হয়েছে, ২০১৬ সালের ২০ আগস্ট রাতে ঢাকা থেকে ট্রেনে করে কুমিল্লা স্টেশনে পৌঁছান গোলাম কিবরিয়া। স্টেশনে নেমে রিকশা করে কালিয়াজুরির বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে রাত সোয়া ১টার দিকে কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাহেরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অস্ত্রের মুখে তাকে মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয়।

নির্যাতনের এক পর্যায়ে সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি চাকু দিয়ে গোলাম কিবরিয়ার চোখ উপড়ে ফেলে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এ সময় তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় পুলিশ গোলাম কিবরিয়াকে মিথ্যা মামলায় আদালতে চালান করে। পুলিশ ও অভিযুক্তদের ভয়ে এত দিন তিনি মামলা করতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করেছেন গোলাম কিবরিয়া। 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহের সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া উপজেলার যুবলীগ নেতা আবু সাঈদ বাপ্পি, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এমরান হোসেন, মো. পাবেল, মো. মোখলেছ, মো. রুবেল, আব্দুল জব্বার, মিরাজুল হক রিমন, অপহরণে ব্যবহৃত গাড়ির চালক মো. শওকত, ব্রাহ্মণপাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান, উপপরিদর্শক (এসআই) সুমন কুমার আদিত্য, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মেহেদী হাসান খান, মঞ্জুরুল বারী নয়ন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ২০ থেকে ২৫ জনের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে।

এ বিভাগের অন্যান্য