কাগজপত্র দেখে টিউলিপকে ব্রিটিশ নয়, বাংলাদেশি মনে হচ্ছে : দুদক চেয়ারম্যান

সিলেটের সময় ডেস্ক :

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ পরিচয় দিলেও কাগজপত্র দেখে তাকে ‘বাংলাদেশি মনে হচ্ছে’ বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (১৬ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান আছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করলে, তার আইনজীবী দুদকে চিঠি লিখলেন কেন? টিউলিপ মন্ত্রিত্ব ছাড়লেন কেন?’

তিনি বলেন, ‘টিউলিপ যতই বলুক না কেনো তিনি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাকে বাংলাদেশি মনে হচ্ছে। এখন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ, কখনো বাংলাদেশি বলেন—এটা সমীচীন কি না, তা আপনারা বিবেচনা করবেন।

’তিনি আরো বলেন, ‘আমরা তাকে (টিউলিপ) বাংলাদেশি নাগরিক হিসেবে ডিল করছি। দুদকের চোখে টিউলিপ অভিযুক্ত ও পলাতক।’

টিউলিপের ব্যাপারে দুদকের কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, ‘সঠিক ঠিকানায় তলবগুলো পাঠানো হচ্ছে। রাজউকের প্লট, গুলশানের প্লট বিতরণের অনিয়মসহ আরো অভিযোগ আছে।

তার আয়কর রিটার্ন ঘেঁটে দেখলাম। সেখানে হঠাৎ করে তার সোনা ১০ ভরি থেকে লাফ দিয়ে ৩০ ভরি হয়ে গেছে। সেখানে দামে কোনো পরিবর্তন হয়নি।’ 

তিনি আরো বলেন, ‘টিউলিপ যতই বলুক না কেন, তিনি কিছুই জানেন না।

কিছুই যদি না জানেন তাহলে মন্ত্রিত্ব চলে যাবে কেন? কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন?’ 

আমরা তার আইনজীবীকে জানিয়েছি আইনের বিধানুযায়ী তাকে আদালতে মোকাবেলা করতে হবে বলেন দুদক চেয়ারম্যান।

এ বিভাগের অন্যান্য