সিলেটে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিভাগীয় সভা অনুষ্ঠিত
সিলেটের সময় ডেস্ক :
সিলেটে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সিলেট বিভাগে চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ২ নম্বর ভবনের সম্মেলন কক্ষে দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ।
সভাগুলোতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী। সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপারদের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।
চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আলোচনায় চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভায় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে সমন্বিত অভিযান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনের ভূমিকা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।