দুই যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, বিএনপি নেতার ভাতিজা গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত সোমবার রাতে ফতুল্লা থানাধীন কাশীপুর হাটখোলা এলাকার এ ঘটনায় ছয়জনের নামে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মামলায় অভিযুক্ত আরমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

আহতরা হলেন- জুনায়েদ (২৮) ও কাওসার (৩০)। আর গ্রেপ্তার আরমান কাশিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল হোসেনের ভাতিজা বলে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে আহত জুনায়েদের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নামে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আরমান ছাড়া মামলার অপর আসামীরা হলেন- ওয়াজিদ (৩০), সবুজ (৩০), নাজমুল (৩১), মতিন তালুকদার (৫০) ও শুভ (৩০)। তাদের মধ্যে শুভ ও সবুজ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং মতিন তালুকদার স্থানীয় যুবলীগের নেতা।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামীরা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সাইফুল ইসলাম ও তার ছেলে জুনায়েদের ওপর উল্লেখিত আসামীরাসহ অজ্ঞাত আরও ৬-৭ জন হামলা চালায়। গত সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এই হামলার একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে জুনায়েদের কোমরে আঘাত ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় চিৎকার শুনে তাদের রক্ষা করতে কাওসার (সাইফুলের ভাগিনা) এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে।

পরে তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন। আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন। তবে আহত জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক।

মামলার বাদী সাইফুল ইসলাম জানান, আসামীরা প্রভাবশালী। যেকোনো সময় তারা আবারও আক্রমণ করতে পারে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে। এজাহারভুক্ত আরমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের অন্যান্য