‘৩২ মামলায় খালাস’ পেয়ে জামিনে মুক্ত কে এই জাকির খান

সিলেটের সময় ডেস্ক :

 

২০০৩ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান জাকির খান। দীর্ঘ দিন বিদেশে পলাতক থেকে ২০২১ সালে আওয়ামী লীগের সময় ভারত হয়ে দেশে ফেরেন। এরপর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবার বসবাস শুরু করেন।

২০২২ সালের ৩ সেপ্টেম্বর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গ্রেপ্তার পর থেকে তিনি নারায়ণগঞ্জ কারাগারে বন্দী ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করা জাকির খানের নামে মোট ৩৩টি মামলা ছিল বলে জানান তার আইনজীবী রবিউল ইসলাম। তিনি বলেন, ৩২ মামলায় খালাস পেয়ে জামিনে কারামুক্ত হয়েছেন জাকির খান।

আজ রবিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান ছাত্রদলের সাবেক এই নেতা। কারাগার থেকে বেরিয়ে এলে ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের নিয়ে নগরীর চাষাড়া হয়ে নিজ এলাকা দেওভোগে পৌঁছান।

কারামুক্ত জাকির খান বলেন, ‘তারেক জিয়ার ৩১ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে, আমরা বাস্তবায়ন করবই করব। আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাই দেই, তাহলেও নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ করতে পারব না। আমরা রাজনৈতিকভাবে যেভাবে হেয় পতিপন্ন হয়েছি শেখ হাসিনার গভর্নমেন্টের মাধ্যমে, আমাদের নেক্সট জেনারেশন এ ধরনের সম্মুখীন যেন না হয়। এ জন্য আমরা সর্বোচ্চ ও সব ধরনের ভূমিকা রাখব।’

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, ১৯৯৪ সালের সন্ত্রাস দমন আইনের মামলায় জাকির খানের ১৪ বছরের সাজা হয়েছিল। আপিল করায় উচ্চ আদালতে সাজা কমিয়ে ৮ বছর করা হয়। পরে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদনে তার সাজা কমে পাঁচ বছর করা হয়। মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়।

জাকির খানের আইনজীবী রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২ মামলায় তিনি খালাস পেয়েছেন এবং একটি মামলায় তিনি জামিনে আছেন।

আইনজীবী আরও বলেন, অনেক আগে জাকির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘ দিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ২০০৩ সালে ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার পর জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান। এরপর প্রায় দুই দশক দেশে না থেকে ২০২১ সালে ভারত হয়ে ফের দেশে আসেন।

র‌্যাব জানিয়েছিল, নব্বইয়ের দশকে জাতীয় পার্টির ছাত্রসংগঠন থেকে রাজনীতিতে যাত্রা শুরু করেন জাকির। পরে তিনি বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের নেতৃত্বে আসেন।

এ বিভাগের অন্যান্য