ট্রাকের ধাক্কায় জামায়াত নেতাকর্মীদের বাস খাদে, নিহত ৩
রাজশাহীর খড়খড়িতে ডাম্প ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষে একটি বাস রাস্তার পাশের খাদে ছিটকে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ৩ আরোহী নিহত এবং অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাস দুটিতে করে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাচ্ছিলেন দলটির নেতাকর্মীরা।