গাজা থেকে ইসরায়েলে হামাসের রকেট হামলা, কড়া জবাব দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদাদ শহরের দিকে দফায় দফায় রকেট ছুড়েছে হামাস। এতে তিনজন আহত হয়েছেন।

গতকাল রবিবার রাতে এই হামলার কথা জানিয়েছে তারা।

আল জাজিরা সূত্রে জানা গেছে, গাজা থেকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। তবে এর মধ্যে বেশিরভাগই সফলভাবে প্রতিরোধ করা হয়েছে বলে জানায় দখলদার বাহিনী।

ইসরায়েলি সংবামাধ্যম হারেৎজ এর প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো আশকেলন এবং গ্যান ইয়াভনে পড়েছে, যার ফলে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার জবাবে ‘শক্ত প্রতিক্রিয়া’ জানানোর নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় আইডিএফ-এর তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন।’

এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে ছিলেন। তিনি সেখান থেকেই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে কথা বলেন।

এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল-বালাহ এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর মতে, রকেট হামলাগুলো এই এলাকা থেকেই চালানো হয়েছে।

প্রসঙ্গত, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল।

এদিকে গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। আজ সোমবার এই ধর্মঘট পালনের জন্য সারাবিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই।

এ বিষয়ে দেওয়া বিবৃতিতে গাজায় নির্বিচারে ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ড বিশ্বব্যাপি তুলে ধরার আহ্বান করেছে ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস গ্রুপ। সংঘাত বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জোর দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি ফিলিস্তিনের অধিকার হরণ ও গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের জন্য জবাবদিহিতার দাবি করা হয়।

ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস দেশটির মুক্তি সংগ্রামের জন্য কাজ করা একটি গুরুত্বপূর্ণ জোট। এ জোট কারাবন্দি ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতিকে নিজেদের নেতা হিসেবে মান্য করে।

এ বিভাগের অন্যান্য