কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদে যা জানাল পুলিশ
গাজীপুরের কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল। স্থানীয় মুসল্লিদের বাধায় নাটকটির মঞ্চায়ন বাতিল হয় বলে খবর প্রকাশ হয়। তবে পুলিশ সদর দপ্তর বলছে, স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের মধ্যে ‘ঝামেলা সৃষ্টির আশঙ্কায়’ সমঝোতার মাধ্যমে নাটক মঞ্চস্থ স্থগিত করা হয়।
এতে মঞ্চ ভাঙ্গার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নাটকে অংশগ্রহণকারীরা বিএনপির স্থানীয় জুনিয়র ও সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা হওয়ায় সমঝোতার ভিত্তিতে নাটকটি মঞ্চস্থ করা হতে বিরত থাকে।
পুলিশ সদর দপ্তর বলছে, সংবাদপত্রে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানান।
নাটক আয়োজনের সঙ্গে যুক্ত স্থানীয় নাট্যকর্মী খন্দকার অশাহাদাত হোসেন ভিযোগ করে বলেছিন, গত বুধবার রাতে তাঁরা বাজারে বসেছিলেন। এ সময় সেখানে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার, মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে তাদেরকে নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার নির্দেশ দেন।