পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। সে যত বড় টাই-স্যুট পরা হোক না কেন। পাশাপাশি পাহাড় এবং সমতল, সর্বত্রই অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর দেশের অনেক জায়গায় থানা লুট হয়েছে। লুট হওয়া সব হাতিয়ার এখনো উদ্ধার হয়নি।
ভারতীয় মিডিয়ার সমালোচনা করে উপদেষ্টা বলেন, ‘মিথ্যা বলার জন্য পুরো বিশ্বে তারা চ্যাম্পিয়ন।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রমুখ।