গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।এই হামলা প্রাণ হারিয়েছে অন্তত ৮০ জন। এ নিয়ে উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ হাজার ৩৫৭ জনে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রবিবার ঈদের দিন ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় আরও ৩০৫ জন আহতকে অন্যান্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে।এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এখনো অনেক হতাহত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা।

গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। এই সময়ে এক হাজার মানুষ হত্যা করেছে, আহত হয়েছে আরও ২৪০০ ফিলিস্তিনি।

এ বিভাগের অন্যান্য