সিলেটে সেনাবাহিনীর হাতে ইমরান ও আরমান আটক
সিলেটের সময় ডেস্ক :
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনী হবিগঞ্জ সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বাসস্ট্যান্ড ও রিচি এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃত মাদক কারবারিরা হল- হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফের পুত্র ইমরান মিয়া (২৭) ও মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের শানু মিয়ার পুত্র আরমান মিয়া (৩২)।
আটককৃতদের কাছ থেকে ১৯ বোতল বিদেশি মদ, ৬৯ পিস ইয়াবা, ১ কেজি গাজা, ১টি ফেন্সিডিলসহ ৭ হাজর ৭০০ নগদ টাকা জব্দ করা হয়। পরে রোববার বিকেলে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির জানান, আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।