হামজা আসছেন, ভিড় বাড়ছে বিমানবন্দরে

সিলেটের সময় ডেস্ক :

 

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন হামজা চৌধুরী। বাংলাদেশের হামজাকে একনজর দেখতে সকাল ৯টার পর থেকেই বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ভিড় জমাতে থাকেন ফুটবলপ্রেমীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের সংখ্যাও বাড়তে থাকে।

সুনামগঞ্জ থেকে সকালে রওনা দিয়ে সিলেট বিমানবন্দরে এসেছেন পাঁচ বন্ধু। শুধু হামজাকে খুব কাছ থেকে একনজর দেখার জন্য। তাদের মধ্যে একজন বলেছেন, ‘আত্মীয়-স্বজনের জন্য কখনো বিমানবন্দরে আসিনি। কিন্তু হামজার জন্য এসেছি।

তাকে দেখার খুব ইচ্ছা ছিল আমাদের। আজ হয়তো সেই অপেক্ষা ফুরাবে।’ 

পরিবারের সদস্যদের বিদায় দিতে অনেকেই বিমানবন্দরে এসেছেন। তাদের মধ্যে একজন রফিকুল ইসলাম।

এখানে এসে জানতে পেরেছেন হামজা আসছে। তাই বাড়ি ফিরে না গিয়ে হামজাকে দেখে তারপরই ফিরতে চান, ‘বাংলাদেশের ফুটবল আমি নিয়মিত দেখি। আমি জানতাম আজ আসবে কিন্তু এত সকালে আসবে সেটা জানা ছিল না। পরিবারের এক সদস্যকে বিদায় দিতে এসেছি। হামজাকে দেখার সুযোগ তো আর হাতছাড়া করা যায় না।
’সিলেট বিমানবন্দরে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকায় যাবেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের।

এ বিভাগের অন্যান্য