পাকিস্তানের সেই ট্রেনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ জঙ্গি নিহত, ১০৪ জিম্মি উদ্ধার
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র জঙ্গিদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এরইমধ্যে ১০৪ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর হাতে ১৬ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি।
জিও নিউজের খবরে বলা হয়, ব্যালুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা লোকোমোটিভে গুলি চালিয়েছিল, যার ফলে চালক আহত হন।
জানা গেছে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ করছে এবং নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।