কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাছ বিক্রিকে কেন্দ্র করে বাগবিতণ্ডা থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বউবাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুজন আহত হয়।

পরে বিষয়টি সালিসের মাধ্যমে সমঝোতার চেষ্টা করে স্থানীয়রা। এর জেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে জড়ো হতে থাকে উভয় পক্ষের লোকজন। দুই পক্ষের লোকজন ইট ও পাথর নিক্ষেপ করে।
এ সময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। সে সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ফের যান চলাচল শুরু হয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এ বিভাগের অন্যান্য