প্রস্তুত থাকুন, প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতে হবে : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু তার দোসররা আছে। গাছকাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে। প্রস্তুত থাকুন, প্রয়োজনে দেশটাকে গড়ে তোলার স্বার্থে তাদের বিরুদ্ধে আবারো যুদ্ধ করতে হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যে সমাজ হবে দুঃশাসন ও দুর্নীতিমুক্ত। যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত। এদেশের জনগণকে বোকা ভাববেন না।
জামায়াত আমির আরো বলেন, ‘ক্রসফায়ারের নামে আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে।
চুয়াডাঙ্গার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ‘এখানে কিছু নেই কেন। চিকিৎসার ব্যবস্থা নেই। ভালো কোনো প্রতিষ্ঠান নেই।’ আগামী একনেকে এখানে একটি মেডিক্যাল কলেজ দেওয়ার দাবি করেন তিনি।
কর্মীসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. রুহুল আমিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা খন্দকার আলী মহসিন, আবু বকর মোহাম্মদ আলী আজম, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক এমডি বাতেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, সাবেক নায়েবে আমির আজিজুর রহমান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আসলাম অর্ক, শোভন দাস প্রমুখ।