সাভারে বাস-অ্যাম্বুল্যান্স সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু
নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুল্যান্সের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকাগামী একটি অ্যাম্বুল্যান্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুল্যান্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুল্যান্স ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি। পরে ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, আপাতত চারজনের লাশ পাওয়া গেছে। তাদের বিস্তারিত পরে জানানো হবে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।