রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় ৩০০ বন্দী বিনিময়
আন্তর্জাতিক ডেস্ক ঃ
সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ শতাধিক বন্দি বিনিময় হয়েছে। সোমবার যুদ্ধরত দেশ দুটির মধ্যে বন্দি বিনিময় হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে অল্প কয়েকটি ক্ষেত্রে সমঝোতা দেখা গেছে। তার মধ্যে বন্দি বিনিময় একটি।
এই সময়ের মধ্যে দেশ দুটি শত শত বন্দি সেনাদের বিনিময় করেছে। সোমবার সমঝোতার ভিত্তিতে ১৫০ জন রুশ সেনাকে ফিরিয়ে দিয়েছে কিয়েভ। বিনিময়ে ১৫০ ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করেছে রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসেবে আমরা ১৮৯ জনকে ফিরে পেয়েছি।
তাদের মধ্যে সেনা সদস্য, সীমান্ত রক্ষী ও দুজন বেসামরিক লোক রয়েছেন। তিনি বলেন, ‘আমরা রাশিয়ায় আটক সবাইকে মুক্ত করার চেষ্টা করছি। এটা আমাদের লক্ষ্য। আমরা কাউকে ভুলিনি।’
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে চুক্তির ভিত্তিতে এ পর্যন্ত ৩ হাজার ৯৫৬ জনকে মুক্তি দিয়েছে রাশিয়া। এদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিকরা রয়েছেন।
সবশেষ বিনিময়টি সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন ও রাশিয়া।
সূত্র : এএফপি