ভারত থেকে আসা চাল খালাস, কমতে পারে দাম
ভারত থেকে আমদানি করা সিদ্ধ চালের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে। আমদানি করা ৫০ হাজার মেট্রিক টন চালের মধ্যে প্রথম দফায় ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়েছে ‘এমভি টানিস ড্রিম’ নামক জাহাজ।
আজ বৃহস্পতিবার সকালে জাহাজটি ভেড়ার পর সন্ধ্যা ৭টার দিকে চাল খালাস শুরু হয়েছে। এসব চাল যাচ্ছে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা খাদ্য অধিদপ্তরের গুদামে।
তিনি আরো জানান, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানীকৃত চালের প্রথম চালান। ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ৪ লাখ ৯৩ হাজার ৮০০ বস্তায় ২৪ হাজার ৬৯০ টন চট্টগ্রামে এসেছে।
ভারতের কাকিনাড়া বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি টানিস ড্রিম’ নামের জাহাজটি গত বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।