পাবলিক টয়লেট থেকে কিশোরীর সঙ্গে যুবক আটক
সিলেটের সময় ডেস্ক :
পটুয়াখালীর মহিপুরে মধ্য কাঁচাবাজারের পাবলিক টয়লেটের সুইপার রুম থেকে কিশোরীসহ যুবককে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা।
গতকাল শনিবার রাত ১০টার দিকে তাদেরকে আটক করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এ ধরনের কার্যক্রমের কথা এলাকার লোকজন বলাবলি করে আসছিল। এবার তাদের হাতেনাতে পাবলিক টয়লেটের সুইপার রুম থেকে ধরা হয়। এর আগে অনেকবার তাদের সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা আরও জানান, পাবলিক টয়লেটের একপাশে বাজার, আরেক পাশে আবাসিক এলাকা। এখানে আমরা আমাদের স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করি। তারা এমন অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেলে আমাদের কোমলমতি শিশুদের মানসিক বিকাশে বিরুপ প্রতিক্রিয়া পরতে পারে। তাই আমরা সামাজিক পরিবেশ স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী রাব্বি বলেন, ‘আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যখন টয়লেটে আসলাম তখন ভিতরে নারী এবং পুরুষদের কথোপকথন শুনতে পেয়ে দরজায় নক করি। তখন তারা ভিতরে দরজা বন্ধ করে বসে ছিল নিঃশব্দে। অনেক ডাকাডাকির পরেও তারা দরজা খুলছিল না। এ অবস্থায় আমি বাহির থেকে দরজা বন্ধ করে এলাকাবাসীকে খবর দেই এবং পরবর্তীতে স্থানীয়দের পরামর্শে মহিপুর থানা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘এলাকার এ সমস্ত অসামাজিক কার্যকলাপের পিছনে স্থানীয় প্রভাবশালী লোকদের হাত রয়েছে। এই সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করা না গেলে আমাদের সামাজিক অবক্ষয় রোধ করা যাবে না এবং প্রত্যেকটি পরিবার ও সমাজ হুমকির মুখে পড়বে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পেয়েছি। তাদেরকে থানা হেফাজতে আনা হয়। আজ রবিবার সকাল ১০টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।