পাকিস্তানের কোচের পদ ছাড়লেন গিলেস্পিও, দায়িত্বে যিনি
খেলাধুলা ডেস্ক ঃ
চলতি বছরের এপ্রিলে গ্যারি কারস্টেনকে সাদা বলে ও জেসন গিলেস্পিকে লাল বলের কোচ করেছিল পাকিস্তান। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচের পদ থেকে বিদায় নিয়েছেন কারস্টেন। এবার বছর না ঘুরতে টেস্টের কোচ থেকেও পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান কোচ গিলেস্পি।
গিলেস্পির জায়গায় লাল বলের অন্তর্বর্তী কোচ হিসেবে আকিভ জাভেদকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান পূর্ণাঙ্গ সিরিজেই আকিভ এই দায়িত্ব নেবেন। সফরে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা আছে পাকিস্তানের।
আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৩ জানুয়ারি থেকে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পাকিস্তান দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ায়ই গিলেস্পি চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সফরে যেতে অনাগ্রহ দেখিয়েছিলেন তিনি। এছাড়া টিম নিয়েলসনের চুক্তি নবায়ন না করায়ও অসন্তুষ্টি ছিল গিলেস্পির।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপরই শুরু হবে টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকা সফর শেষেই নতুন পূর্ণকালীন কোচ নিয়োগের ঘোষণা দিতে পারে পাকিস্তান।