নৌকায় স্পেনে পৌঁছতে চাওয়া ৬ জনের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের কাছে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। স্প্যানিশ জরুরি পরিষেবা বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা নৌকায় আটলান্টিক পেরিয়ে স্প্যানিশ উপকূলে পৌঁছতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

স্প্যানিশ উদ্ধারকারী পরিষেবা এদিন উত্তর-পশ্চিম আফ্রিকার উপকূলীয় স্প্যানিশ দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ এল হিয়েরোর কাছে মোট চারটি নৌকাকে সহায়তা করেছে।

তারা এক্সে জানিয়েছে, উপকূল থেকে ছয়জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরেকজন ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানায়, এল হিয়েরো উপকূলে আসা মোট চারটি নৌকায় থাকা অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় পরিষেবার এক মুখপাত্র বলেছেন, উপকূলে আসা নৌকাগুলোতে ঠিক কতজন লোক ছিল এবং কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সেটি এখনো জানা যায়নি।

 

ক্যানারি দ্বীপপুঞ্জের মাধ্যেম অনিয়মিতভাবে স্পেনে ঢোকা অভিবাসীদের সংখ্যা সাম্প্রতিক মাসগুলোতে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। এটি চলতি বছরের নভেম্বরের শেষ পর্যন্ত ২০২৩ সালের বার্ষিক রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে স্প্যানিশ দ্বীপপুঞ্জে ৪১ হাজার ৪২৫ জন অভিবাসী এসেছিল। গত বছরের পুরো সময় এটি ছিল ৩৯ হাজার ৯১০ জন।

অনিয়মিত অভিবাসীদের এই বিশাল আগমন ক্যানারি দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষকে সংকটের মুখে ফেলেছে। কর্তৃপক্ষ বলছে, তারা অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের আগমন আর পরিচালনা করতে পারছে না। কারণ তাদের জন্য নির্ধারিত বিশেষ অভ্যর্থনাকেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে স্থান সংকুলান হচ্ছে না।

কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা থেকে আটলান্টিক হয়ে ক্যানারিতে পৌঁছনোর চেষ্টা করে হাজার হাজার মানুষ মারা গেছে। এ রুটটি ভূমধ্যসাগরের অন্যান্য রুটের তুলনায় কম পর্যবেক্ষণ করায় অনিয়মিত অভিবাসীদের কাছে জনপ্রিয়।

 

সূত্র : এএফপি

এ বিভাগের অন্যান্য