যে কারণে নাসির খানসহ ৪ আ’লীগ নেতা ভারতের গ্রেপ্তার হলেন

সিলেটের সময় ডেস্ক :

 

 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে কলকাতার হাতিয়াড়া এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল বলে সেখানকার একাধিক সূত্র নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ইলিয়াছ আহমদ জুয়েল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি আব্দুল লতিফ রিপন।

মামলার এজাহার ভূক্ত অপর আসামীরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।

ডাউকি পুলিশ স্টেশন সূত্রে জানা গেছে, ‘তাদের বিরুদ্ধে ভারতের বিদেশি আইনের ধারায় (১৪) মামলা হয়েছে। এ ধরায় ভারতে বিদেশিদের সঙ্গে সম্পর্কিত বিধান লঙ্ঘনের শাস্তির সঙ্গে সম্পর্কিত। লঙ্ঘনগুলির মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, বৈধ নথি ছাড়া দেশে প্রবেশ করা, অথবা নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়া অন্তর্ভুক্ত।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে শিলং যান। শিলং শহরে তারা প্রথমে তারা একটি হোটেলে অবস্থান নেন। পরে তারা শহরে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। গত ৫ নভেম্বর তারা শিলং থেকে কলকাতায় স্থানান্তরিত হন। মেঘালয়ের ডাউকি থানার একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কলকাতায় অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ‘তাদেরকে শিলংয়ের ডাউকি থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর – ১৯(১০)২৪। মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, ছিনতাই ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে।’

স্থানীয় আদালতে সেখানকার আইনজীবীদের মাধ্যমে তাদেরকে আইনি সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে বলে নাদেল জানান।

এ বিভাগের অন্যান্য