সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী জোটগুলো একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনায় অগ্রসর হয়েছে। বিদ্রোহী জোটের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি নেতৃত্বে রয়েছেন এবং একটি স্থিতিশীল প্রশাসন গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, আল জোলানি ইতোমধ্যে আসাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন। আলোচনায় অন্তর্বর্তী সরকারের কাঠামো ও কার্যপ্রণালী নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছোট অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মোহাম্মদ আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশে ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধান হিসেবে মনোনীত হন। এর আগে তিনি এসএসজির মানবিক ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ফিলিস্তিনি সংগঠন হামাস সিরিয়ার স্বাধীনতা আন্দোলনে বিদ্রোহীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, সিরিয়া তার ঐতিহাসিক ভূমিকা ফিরে পাবে এবং ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিদ্রোহী জোটের সরকার গঠনের এই উদ্যোগ সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ বিভাগের অন্যান্য