সুস্থতা চেয়ে রাসুল (সা.) যে দোয়া প্রতিদিন পড়তেন

সিলেটের সময় ডেস্ক :

 

রাসুল (সা.) একটি দোয়া প্রতিদিন পড়তেন। ওই দোয়ায় তিনি নিজের ও পরিবারের সবার জন্য সুস্থতা ও রোগমুক্ত জীবন চেয়েছেন। তা ছাড়া ওই দোয়ায় নিজের জানা-অজানা ত্রুটি-বিচ্যুতি গোপন রাখতে এবং শত্রুর ভীতি থেকে নিরাপত্তা চাওয়া হয়েছে। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاىَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي وَآمِنْ رَوْعَاتِي

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বিনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাস তুর আওরাতি ওয়া আমিন রওআতি। 

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে সুস্থতা চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জন্য ক্ষমা ও সুস্থতা চাই।

দ্বিন, দুনিয়া, পরিবার ও সম্পদের জন্য কল্যাণ চাই। হে আল্লাহ, আপনি আমার দোষ গোপন রাখুন এবং আমাকে ভয়-ভীতি থেকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, ওপর ও নীচের ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন। 

হাদিস : ইবনে উমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) সকাল ও সন্ধ্যায় কখনো উল্লিখিত দোয়াটি না পড়ে থাকতেন না।

(আবু দাউদ, হাদিস নং : ৫০৭৪)
এ বিভাগের অন্যান্য