বীরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিলেটের সময় ডেস্ক :

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নৈশ্য কোচ ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ (শুক্রবার) সকাল ৮ টার দিকে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সুজালপুর ইউনিয়নের কমরপুর যদুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে, নৈশ্য কোচের চালক আব্দুল করিম (পঞ্চগড়ের দেবীগঞ্জের আমজাদ আলীর ছেলে) এবং ট্রাকচালক রয়েছেন।

অপর একজন নিহত বাস যাত্রীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শাহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অমৃত সরকার জানান, এ পর্যন্ত ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরূ হয়েছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য