দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ কেন বাজেয়াপ্ত হলো না

সিলেটের সময় ডেস্ক :

 

দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে যে সম্পদ গড়ে তোলা হয়েছে, তা কেন বাজেয়াপ্ত করা হলো না সে প্রশ্ন তুলেছেন জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রশ্ন তুলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দুর্নীতির মাধ্যমে সম্পদের যে পাহাড় গড়ে তোলা হয়েছে, তা জনগণকে ফিরিয়ে দিতে না পারলে কিসের বিপ্লব হলো?এই সম্পদ কোথায় গেল?এই সম্পদ কেন আইনিপ্রক্রিয়ার মাধ্যমে সরকার অধিগ্রহণ করল না?’

তিনি বলেন, এ ছাড়া লুণ্ঠনকারী ব্যক্তিদের মধ্যে যাদের ব্যাংক ঋণ আছে, তা সমন্বয়ের জন্য তাদের সম্পত্তি কেন দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণ করা হলো না?এমন পদক্ষেপের কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। এটি করা গেলে মানুষের কর দেওয়ার বিষয়ে আগ্রহ বাড়বে।’

এ বিভাগের অন্যান্য