প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হার

খেলাধুলা ডেস্ক ঃ

 

প্যারাগুয়ের বিপক্ষে হেরে গেছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসিকে নিয়ে দলটি হেরেছে ১-২ গোলে।

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার পরীক্ষায় এটি আলবিসেলেস্তেদের দ্বিতীয় হার। এর আগে কলম্বিয়ার মাঠে হেরেছিলেন তারা।

এদিন ম্যাচ ঘড়ির ১১ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। এনজো ফের্নান্দেজের তুলে দেওয়া বল প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে পেয়ে যান লাউতারো। বাঁ পা দিয়ে বল নিয়ন্ত্রণে নেন। তারপর বাঁ পায়েরই কোনাকুনি শটে ঠিকানা খুঁজে পান।

১৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সের ডান প্রান্ত থেকে গুস্তাভো ভালাজকুয়েজের ক্রসে আন্তোনিও সানাব্রিনা ওভারহেড কিকে জাল কাঁপান। আগের মিনিটেই গুস্তাভো গোমেজের হেড ক্রসবারে লাগার হতাশা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ৪৭ মিনিটে ওমর আলদেরেতের গোলে লিড পায় প্যারাগুয়ে। দুর্দান্ত ওভারহেড কিকে জাল কাঁপান তিনি। ওই গোল গড়ে দেয় ম্যাচের মূল পার্থক্য। ২০১৬ সালের অক্টোবরের পর প্রথমবার আর্জেন্টিনাকে হারানোর স্বাদ পায় প্যারাগুয়ে।

১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। তবে এক ম্যাচ কম খেলা কলম্বিয়ার সঙ্গে তাদের ব্যবধান নেমেছে ৩-এ।

এদিন দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরেন এমিলিয়ানো মার্টিনেজ। আকাশি-নীল জার্সিতে বহুবার চমক দেখানো এ কিপার এদিন পেরে ওঠেননি। দলের প্রাণভোমরা লিওনেল মেসি আক্রমণভাগে ছিলেন নিষ্প্রভ।

এ বিভাগের অন্যান্য