মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে গোলাপগঞ্জ থানা: ওসি
সিলেটের সময় ডেস্ক :
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, ‘সব অপরাধের মূল হেতু হলো মাদক। এই মাদকের জন্যই সমাজে প্রতিনিয়ত চুরি, ছিনতাই, ডাকাতি ও খুন-খারাবির মতো ঘটনা ঘটে থাকে। অপরাধ নির্মূলের প্রথম ধাপেই আমরা মাদকের বিরুদ্ধে অভিযান করবো। গােলাপগঞ্জ থানা সব সময়ই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আর এই কাজটি প্রথমেই হেতিমগঞ্জ এলাকা থেকে শুরু করা হবে।’
তিনি বুধবার রাত ১০টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে অনুষ্ঠিত মাদক বিরোধী এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার মাদক ও অপরাধ নির্মূলে হেতিমগঞ্জ বাজার বণিক সমিতি ও বাজার সংশ্লিষ্ট গ্রামগুলোর মুরব্বিয়ানদের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ সেলিম, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সাবেক সভাপতি কামাল উদ্দিন খাঁন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা মামুন আহমদ, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম. মামুনুর রশিদ মামুন, কায়স্তগ্রামের সালিশ ব্যক্তিত্ব মুহিত মিয়া, হেতিমগঞ্জ গ্রামের সালিশ ব্যক্তিত্ব দারা মিয়া, সিলেট জেলা জামায়াত নেতা ইসমাইল হোসেন, ফুলবাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদুজ্জামান পাপ্পু, ফুলবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনা মিয়া, ফুলবাড়ী ইউনিয়ন যুবদল নেতা শাহিন আহমদ শামীম।
এসময় স্থানীয় ব্যবসায়ীগণসহ হেতিমগঞ্জ বাজার সংশ্লিষ্ট হিলালপুর, রফিপুর, কটারপাড়া, মোল্লাগ্রাম, কায়স্তগ্রাম, উড়ালচি, হেতিমগঞ্জ কোনা ও মাইজভাগ এলাকার মুরব্বিয়ানগণসহ বৃহত্তর হেতিমগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার মাদক নির্মূলে গত সোম ও মঙ্গলবারের জনতার অভিযান সম্পর্কে ওসিকে অবহিত করেন। অভিযানে পুলিশকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টিও উপস্থাপন করা হয়। জবাবে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং এমন অভিযানে থানা প্রশাসনের স্বত:স্ফূর্ত সম্মতি রয়েছে বলেও জানান।
ওসি মনিরুজ্জামান বলেন, ‘মাদক নির্মূলে আপনারা (স্থানীয়রা) যে অভিযান চালিয়েছেন, তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব না। আপনাদেরও সহযোগিতা লাগবে। আপনারা চাইলে মাদকসেবী বা বিক্রেতাদের ধরে পুলিশে সোপর্দ করতে পারেন। অথবা, পুলিশকে তথ্য দিয়ে কিংবা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে অপরাধীদের ধরতে সহযোগিতা করতে পারেন।’
বিশেষ অতিথির বক্তব্যে ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান মাদকসেবী বা মাদক বিক্রেতাকে ধরে দিলে বাজার কমিটির পক্ষ থেকে ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।