ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সুপ্রিম কোর্টের বাইরে পর পর দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের বাইরে ২০ সেকেন্ডের ব্যবধানে পর পর দুইটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিরাপত্তাকর্মীরা গোটা ভবন খালি করে দেয়। সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি কোর্টের বাইরে রাস্তায় পড়ে ছিল। তার কাছে একটি বিস্ফোরণ ঘটানোর যন্ত্র ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তিই বিস্ফোরণের সঙ্গে জড়িত।

স্থানীয় ফেডারেল ডিসট্রিক্টের লেফটন্যান্ট গভর্নর সিলিনা লিয়াও বলেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে ওই একজন ব্যক্তিই দুইটি বিস্ফোরণের সঙ্গে যুক্ত।’তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, তদন্তকারীরা সব তথ্য খতিয়ে দেখছে। এর পিছনে আরো বড় কোনো ষড়যন্ত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সুপ্রিম কোর্টের উল্টো দিকেই প্রেসিডেন্টের বাসভবন। তবে প্রেসিডেন্টের প্রাসাদের তরফে বলা হয়েছে ঘটনার সময় প্রেসিডেন্ট বাড়িতে ছিলেন না।

এর আগেও বেশ কয়েকবার সুপ্রিম কোর্টে হামলা চালানোর চেষ্টা হয়েছে।  তবে এদিনের বিস্ফোরণের আলাদা গুরুত্ব রয়েছে। কারণ, পাঁচ দিন পরই ব্রাজিলে উপস্থিত হবেন বিশ্ব নেতারা। শুরু হবে জি-২০ সম্মেলন। ফলে দেশজুড়েই নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য