ট্রাম্প-বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেছেন। বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন।
গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউজে গেলেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার।
২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। তার দু’মাস আগে বুধবার হোয়াইট হাউজে পা রাখলেন ট্রাম্প।
এবারের নির্বাচনেও প্রথমে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন বাইডেনই।
এমন পরিস্থিতিতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাইডেন। বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্পের বিপরীতে। কিন্তু পরাজিত হন।
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য।
এ বৈঠকে যাওয়ার আগে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে ট্রাম্প জয় উদযাপন করেন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে। খবর রয়টার্সের।