‘পাকিস্তান ও ভারতে ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করা উচিত’

খেলাধুলা ডেস্ক ঃ

 

পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা এখন সবারই জানা। এবার সেই বিষয়টির প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ বলেছেন, তার হাতে ক্ষমতা থাকলে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলতে দিতেন না তিনি। এছাড়া, ঝামেলা সমাধানের আগে পাকিস্তান ও ভারতে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে দেওয়া আইসিসির উচিত নয় বলে মনে করেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফরে না যাওয়ার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই। এমন ধারণাও করা হচ্ছে, পুরো টুর্নামেন্টটি পাকিস্তানের বাইরে আয়োজিত হতে পারে। ভারত দলের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টির লিখিত আইসিসির কাছে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোজাসাপ্টা কথা বলার জন্য পরিচিত লতিফ পিটিআইকে বলেন, ‘একটা বড় সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে খেলাই বন্ধ করে দিতে পারে পাকিস্তান। আমার হাতে যদি ক্ষমতা থাকত—হ্যাঁ, আমি শক্ত পদক্ষেপ নিতাম। আমি এজন্য কাউকেই দোষ দিচ্ছি না। যদি তোমরা (পাকিস্তানে) খেলতে না চাও, তাহলে কোনো প্রতিযোগিতায়ই খেলার দরকার নেই।’

পাকিস্তানের হয়ে ৩৭টি টেস্ট ও ১৬৬ ওয়ানডে খেলা লতিফ আরও বলেন, ‘আমার মতে, এসব ঝামেলা মিমাংসা হওয়ার আগে আইসিসির উচিত দেশ দুইটি থেকে আয়োজনের স্বত্ব তুলে নেওয়া।’

মূলত, সরকারের পরামর্শেই পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ক্রিকেট দল। ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ, বিশেষ করে এশিয়ায়; লতিফ টেনে এনেছেন শ্রীলংকা ও জিম্বাবুয়ে প্রসঙ্গও। ২০২৩ সালের নভেম্বরে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলংকাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। চলতি বছরের জানুয়ারিতে এই নিষেধাজ্ঞা উঠে যায়।

লতিফ বলেন, ‘ভারত এবং পাকিস্তান নিষিদ্ধ হচ্ছে না কেন? কারণ, আইসিসি অনেকাংশে তাদের ওপর নির্ভর করে।’

নিরাপত্তার দোহাই দিয়ে ভারত দলের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তের চরম সমালোচনা করেছেন লতিফ। তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো, আমি বলব বিসিসিআই ভুল করছে। তারা যে কারণ (পাকিস্তানে না যাওয়ার) দেখিয়েছে সেটা খুবই দুর্বল। এটা তাদের লিখিত দেওয়া উচিত যে বিসিসিআই এবং ভারত ক্রিকেট দল হুমকি অনুভব করছে। আইসিসির নিরাপত্তা দল এখানে (পাকিস্তানে) এসেছে এবং টুর্নামেন্ট আয়োজনে সবুজ সংকেত দিয়েছে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে অভিযোগ জানাতে পারেন।’

এ বিভাগের অন্যান্য