সিরিজ বাঁচাতে পারবে তো বাংলাদেশ
শারজায় বাংলাদেশ দলের তিন স্পিনারকে নিয়ে তিনি বৈঠকে বসলেন পরে। এর আগে অনুশীলনে ব্যাটিং বিভাগের চলমান দুরবস্থায় স্পিন বোলিং কোচও নিজের ভূমিকা বদলাতে বাধ্য হলেন। মুশতাক আহমেদ খেলা ছেড়েছেন ১৬ বছর আগে। অথচ গতকাল নেটে পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনারকে খেলতেই গলদঘর্ম অবস্থা হলো মাহমুদ উল্লাহর।
গতকাল দলীয় অনুশীলন শেষে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সিরিজ বাঁচানোর আকুতি শোনা গেল, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটি ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। সুতরাং পরবর্তী ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা পিছিয়ে আছি।
সে হিসাবে বলাই যায়, টি-টোয়েন্টি ও টেস্টের পর এবার ওয়ানডেতেও বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে জাকেরের। মিরাজও তেমনই ইঙ্গিত দিয়েছেন, ‘জাকের আলীর জন্য শুভ কামনা। ওর ভালো একটা সুযোগ আসছে। ও যদি শতভাগ দিতে পারে, অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো, দেশের জন্যও ভালো হবে।’
আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে সুযোগ পেলে জাকেরকে যেমন শতভাগ দিতে হবে, তেমনি অন্য ব্যাটারদেরও ঘুরে দাঁড়াতে হবে। রশিদের সঙ্গে আল্লাহ মোহাম্মদ গাজানফারের স্পিন চ্যালেঞ্জ জয় করে সিরিজ বাঁচাতে পারবেন তো মাহমুদ-নাজমুলরা?