সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানে চার সেনার মৃত
পাকিস্তানে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে চার সেনার মৃত হয়েছে। আফগানিস্তানের সীমান্ত ঘেষা দক্ষিণ ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটে। পাকিস্তানের এই জনজাতি-প্রধান অঞ্চলের দুইদিকেই সীমান্ত আছে বলে তা সন্ত্রাসবাদীদের নিরাপদ বিচরণক্ষেত্র বলে পরিচিত।
পাকিস্তানের সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে উত্তরপশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস জানিয়েছে, চার সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এই লড়াই চালিয়ে যাবে।
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে তালেবানরা সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে পারছে না।