কমলা হ্যারিস জয়ী হলে প্রথম দিনেই সীমান্ত খুলে দেবেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচিত হলে প্রথম দিনেই সীমান্ত খুলে দেবেন কমালা  হ্যারিস; যাতে অভিবাসী, সংঘবদ্ধ গ্যাং ও অপরাধীরা অনুপ্রবেশ করতে পারেন। আমি জানি, কেন তিনি এটা করবেন। এটা কেউই জানেন না। আমি জিতলে আমেরিকার জনগণই আবার এদেশের শাসক হবে। কমালা তার শপথের লঙ্ঘন করেছেন। আমাদের সার্বভৌমত্বের সীমানা উচ্ছেদ করেছেন।

দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কিনস্টনে রিপাবলিকান পার্টির এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, কমালা হ্যারিসের কোনও রূপকল্প নেই, কোনও ধারণা নেই এবং কোনও সমাধান নেই। তার একমাত্র বার্তা হলো বিভিন্ন সমস্যার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন।

সমাবেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘কমালা যা বলেন তার সবই মিথ্যা। তার কোনও রূপকল্প নেই, কোনও মতাদর্শ নেই এবং কোনও সমাধান নেই। তিনি শুধু বলতে পারেন, ডোনাল্ড ট্রাম্প এটা করেছেন, ডোনাল্ড ট্রাম্প সেটা করেছেন।’

ভাষণে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নিরাপত্তা পুনরায় ফিরিয়ে আনার ওপর নিজের প্রতিশ্রুতিতে জোর দিয়েছেন তিনি। দেশটির ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবীদের কর হ্রাস এবং প্রবীণ নাগরিকদের ভাতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর আরোপিত কর কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘যেদিন আমি শপথ নেব, সেদিনই অভিবাসীদের হানা শেষ হবে। একই দিনে আমাদের দেশকে পুনরুদ্ধারের কাজ শুরু হবে। আমার পরিকল্পনা অনুযায়ী, কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কর কমিয়ে দেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য