পাকিস্তানে বোমা হামলায় ৫ শিশুসহ সাতজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাঙ জেলায় বোমা হামলায় ৫ শিশুসহ মোট ৭ জন নিহত হয়েছে। নিহত বাকি দুজনের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন পথচারী রয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভির খবরে বলা হয়েছে, পুলিশ তাদের জানিয়েছে যে, আজ শুক্রবার পুলিশকে লক্ষ্য করে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে সরকারি হাসপাতাল চত্বরে এ হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ডিএইচকে মেডিকেলের সুপারিটেন্ডেন্ট নিসার আহমেদ বালুচ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়ে ৩০ জন চিকিৎসাধীন আছেন। তারা ডিএইচকে ও মাসটাঙয়ের নবাব হাসপাতালে ভর্তি আচ্ছেন। আহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন তিনি।

উপজেলা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) মিয়াদাদ উমরানি বলেছেন, একটি মোটরসাইকেলে রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস সেট করা ছিল।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়াতে পোলিও টিকাদান কর্মসূচিতে নিরাপত্তার রক্ষায় দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছিল। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তারা।

এ বিভাগের অন্যান্য