মালয়েশিয়ায় পালানোর সময় বাথরুমের জানালায় আটকা পড়লেন বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক ঃ
মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় বাথরুমের জানালায় আটকা পড়েছেন প্রবাসী এক বাংলাদেশি। গতকাল শুক্রবার রাতে মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশ থেকে ওই বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক বাংলাদেশির বয়স আনুমানিক ৪০ বছর।
মালয়েশীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে তেরেঙ্গানুর কাম্পুং নিসান এমপাটের একটি ফ্ল্যাটে অভিযান চালায় মালিয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। অভিযানের খবর শুনে ওই ফ্ল্যাটে থাকা এক বাংলাদেশি বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পালানোর সময় তিনি বাথরুমের জানালায় আটকে পড়েন। পরে তাকে আটক করে অভিবাসন কর্তৃপক্ষ।
জানালায় আটকে যাওয়া ওই বাংলাদেশিকে উদ্ধারের জন্য তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা মই ব্যবহার করেন। ওই ফ্লাটে আটক বাংলাদেশিসহ ৩৫ জন বিদেশি বসবাস করেন। এই বিদেশিদের প্রত্যেকেই মালয়েশিয়ার মারাং এবং কুয়ালা নিরাসের নির্মাণ স্থাপনায় কাজ করেন।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক মাত আমিন হাসান বলেন, গতকাল রাত ৯টার দিকে জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় নিবন্ধন বিভাগের সহায়তায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবন থেকে যাতে কেউ পালিয়ে যেতে না পারেন, সেজন্য কর্তৃপক্ষ সব পথ বন্ধ করে দিয়েছিল।