তাহিরপুর সীমান্তে বেপরোয়া চোরাচালানি চক্র

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক-কয়লাসহ ভারতীয় বিভিন্ন পণ্য পাচারের অভিযোগ ওঠেছে। সরকারের রাজস্ব ফাকিঁ দিয়ে প্রতি রাতের আধাঁরে পাচার হয় মাদক, শতশত মেট্রিকটন কয়লাসহ বিভিন্ন পণ্য। সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করতে কাজ করে চোরাচালানের আপর একটি গ্রুপ। সুযোগ বুঝে পাচার কাজে জড়িয়ে পড়ে তারা। অভিযোগ ওঠেছে, চোরাচালানিদের অভয় দিয়ে বিজিবি-পুলিশ ও সাংবাদিকের নাম ভাঙিয়ে পাচারকৃত এসব পণ্য থেকে ইচ্ছেমতো টাকা লুটে নিচ্ছে ‘লাইনম্যান’- সোর্স পরিচয়ধারীরা’।

বুধবার রাত ১০টার দিকে চারাগাঁও বিওপি অধীন লালঘাট এলাকা দিয়ে পাচারের সময় ১৭ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৪৪ বস্তা কয়লা জব্দ করে বিজিবি। চারাগাঁও বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বিজিবি বলেন তিনি।

উল্লেখ্য, রাতের প্রথম প্রহরে ঘাঁপটি মেরে থাকা ‘লাইনম্যান-সোর্স’ পরিচয়ধারী সরব হয় রাত ১২টার পর। মুঠোফোনের মাধ্যমে চোরা কারবারিদের অভয় দেখিয়ে উড়াধুড়া কয়লা-মাদক পাচারের মহোৎসব সেরে নেয় তখন। গভীর রাতে কর্তাব্যক্তিদের বিরক্তবোধের বিষয়টি ভেবে যেন উপরমহলে কেউ ফোন না দেন এ কুটচালে চোরাচালানের রমরমা বাণিজ্যে মেতে উঠেছে বেপোরোয়া ওই চোরাচালানি চক্রটি!

এ বিভাগের অন্যান্য