লক্ষ্মীপূজা আজ

সিলেটের সময় ডেস্ক :

 

মা ফিরে গেছেন স্বামীবাড়ি। মায়ের ফেলে যাওয়া মণ্ডপ, সাজগোজ, অষ্টমীর অঞ্জলি সব যেন খাঁ খাঁ করছে। ভক্তের ভারাক্রান্ত মন, তবু তার মধ্যেই আবার জ্বলে উঠবে প্রদীপ। কারণ মায়ের লক্ষ্মীমন্ত কন্যার পুজা বলে কথা। দেবী লক্ষ্মীকে আজ বুধবার পূজা দেবেন সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এ পূজা হয়ে থাকে।

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিণী। সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের এ দেবী পদ্মফুলের ওপর উপবেসন করেন। তিনি পূজারিদের ধনসম্পদ দান করে থাকেন। তাই বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রায় প্রতিটি ঘরেই আজ এ আয়োজন। বিশেষ করে যে বেদিতে দুর্গাপূজা হয়, সেই বেদিতে লক্ষ্মীর আরাধনা করতেই হবে।

সাধারণত লক্ষ্মীপূজায় পঞ্চোপচার, দশোপচার বা ষোড়শোপচারে করা হয়ে থাকে। পূজা শেষ না হওয়া পর্যন্ত উপবাস করেন গৃহবধূরা। পূজাস্থলে নানা আলপনাসহ গৃহের বিভিন্ন স্থানে তারা অঙ্কন করেন দেবীর প্রতীকী পায়ের ছাপ। পূজা শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।

শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। সেজন্য এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।

লক্ষ্মীপূজায় অনেক হিন্দু নারী উপবাসব্রত পালন করেন। পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হবে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হবে। সাধারণত ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজায় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

 

এ বিভাগের অন্যান্য