গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

মধ্য গাজার আল-মুফতি স্কুলে ইসরায়েলের গোলাবর্ষণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আরও অন্তত ৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, নুসিরাত ক্যাম্পের সাইটটি রবিবার আর্টিলারির একটি ভলি দ্বারা আঘাত করা হয়েছিল। যেখানে পুরো একটি পরিবারকে হত্যা করা হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

এদিকে উত্তর গাজায় আল-শাতি ক্যাম্পের রাস্তার কোণে খেলার সময় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ক্যাম্পে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়।

এ বিভাগের অন্যান্য