পশ্চিমবঙ্গে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

পশ্চিমবঙ্গের বীরভূমের কয়লা তোলার সময় বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বীরভূমের ভাদুলিয়াতে খয়রাশোলের লোকপুর থানায় ভাদুলিয়াতে কয়লাখনিতে এই বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়লা তোলার সময় ব্লাস্টিং করা হয় এবং তাতেই এই দুর্ঘটনা ঘটে।

গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের(জিএমপিএল) কয়লাখনিতে বিস্ফোরণের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে গেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খনিতে কেউ আটকে আছেন কিনা, তাও দেখা হয়েছে। এলাকার বিধায়ক ও প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও ঘটনাস্থলে গেছেন।

কয়লাখনির শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও তারা সকালে কাজ করতে আসেন। তারপর তারা প্রবল বিস্ফোরণের শব্দ পান।

স্থানীয়রা বলেছেন, অন্যদিন দুইটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু এদিন একটি ট্রাকেই বিস্ফোরক আনা হয়েছিল।

একারণেই বিস্ফোরণ হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২৩ সালে কুলটিতে অবৈধ খনন করতে গিয়ে কয়েকজন কয়লাখনিতে আটকা পড়েন। ওই খনিটি ছিল ভারত কোকিং কোল লিমিটেডের। সেখান থেকে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল।

এ বিভাগের অন্যান্য