৩০ বিচারপতির পদত্যাগ চাইলেন আইনজীবীরা
সিলেটের সময় ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগকৃত হাইকোর্ট বিভাগে কর্মরত ৩০ বিচারপতিকে দুর্নীতিবাজ, দলকানা আখ্যা দিয়ে তাদের অবিলম্বে পদত্যাগ বা অপসারণ চেয়েছেন সুপ্রিমকোর্টের একদল আইনজীবী। সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে ‘চার্টার অব ডিমান্ড’ কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন থেকে তাদের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়। ১৮ অক্টোবরের মধ্যে হাইকোর্ট বিভাগের এসব বিচারপতির পদত্যাগ বা অপসারণ চেয়ে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ বলেন, এখনো ৩০ জন দলবাজ বিচারপতিকে বিদায় করতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। সরকার ইচ্ছা করলে তাদের বিদায় করতে পারে। আমরা কাউকে টেনেহিঁচড়ে নামাতে চাই না, এটা ভালো নজির হবে না। বিচারপতিদের বলব, আপনারা দয়া করে পদত্যাগ করুন। তা না হলে আমরা আপনাদের নামাতে বাধ্য হব, সেটা ভালো নজির হোক বা খারাপ হোক।
আইনজীবী মামুন মাহবুব বলেন, ৩০ বিচারপতি নিয়োগ পাওয়ার পর এবং শপথ নেওয়ার পর ইন্টেলেকচুয়াল দুর্নীতি করেছে। সরাসরি শেখ হাসিনা, শেখ তাপস এবং ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে, ফ্যাসিবাদকে জিইয়ে রেখেছে। তারা দলীয় আনুগত্য প্রকাশ করেছে, সেই তালিকা আমরা প্রধান বিচারপতির কাছে দিয়ে এসেছি। প্রধান বিচারপতি অত্যন্ত আন্তরিক।